মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ থেকে চাঁদপুর হতে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২২, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মঙ্গলবার (২২ জুন) থেকে চাঁদপুর হতে সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনা সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলা লকডাউনের পর এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম বলেন, প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসে। চাঁদপুর-ঢাকা রুটে ১৭টি ও নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এ নৌরুটে যেসব লঞ্চ চলাচল করতো তা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)। সরকারের এ নির্দেশনার আলোকেই এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আর পড়তে পারেন