শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা শেখ হাসিনার সরকারের উন্নয়নশীল শিক্ষিত জাতি -তাজুল ইসলাম এমপি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৮
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষকই পারেন একজন মানুষকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। শিক্ষকরা যে শিক্ষাই দিবেন শিক্ষার্থীরাও সেই শিক্ষা গ্রহণ করবে। তাই কর্তব্য কাজটা ঠিকমতো করলে জাতি অনেক উপকৃত হবে। আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই, আমরা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়শীল শিক্ষিত জাতি।

শনিবার বিকেলে লাকসাম পাবলিক হল মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি কথাগুলো বলেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মাহফুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, এড. তানজিনা, উপজেলা যুবলীগ সদস্য হাজী মোঃ মনিরুল ইসলাম রতন, কাউন্সিলর আবদুল আলিম দিদার, চেয়ারম্যান ওমর ফারুক, শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, সরকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিল মজুঃ, সাধারণ সম্পাদক শাহ আলম মজুমদার, শিক্ষক মোঃ শাহজাহান, আমীর হোসেন, স্বপ্না রানী সাহা, সামছুন্নাহার প্রমুখ।
মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন