রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার মা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০১৮
news-image

আলাউদ্দিন আলাল –

ঘুম থেকে মা জেগেই তুমি, ভাবো দৃঢ় স্থিরে ৷
সারাটা দিন করবে যাহা
থাকে তোমার ধ্যানে ৷

খুব সকালে উঠেই তুমি, রান্না করো আগে,
যেন সবাই খেয়ে দেয়ে
কাজে যেতে পারে৷

রান্নার ফাঁকে ভাবো তুমি, কোথায় কে কী করে!
আমার ছেলে বসলো কিনা
পড়ার টেবিলে৷

রান্না শেষে ডেকে বলো খেতে আসো সবে!
যত্ন করে খাওয়াও মা
স্কুলে যাবার আগে৷

ভাবছো তুমি ঘরে বসেই, কোথায় কে কী করে !
বেলাল যে তার স্কুলে যায়নি
ডাং খেলাতে মজে ৷

গাং পাড় থেকে ধরে এনে, স্কুলে পাঠাও তাকে ৷
তবু চিন্তা কমেনি মা’র
দুলাল’টারে নিয়ে৷

দুলাল মায়ের খুব সাহসী, প্রতিবাদী ছেলে৷
তাইতো ভাবো কোন প্যাঁচে যে
আমার ছেলে পরে ৷

যখন মোরা অসুস্থ হই, থাকো তুমি পাশে৷
রাত জেগেও করো সেবা
যত দিন না সারে৷

এতো করেও শেষ হয়নি, তোমার কাজের কথা!
নাতি-নাতনীর সেবা-যত্নে
করনি অবহেলা৷

যুদ্ধ কালে আশ্রিতরা, আজো তারিফ করে!
তোমার করা রান্নার স্বাদ
জিবে লেগে আছে!৷

প্রতিবেশীর আপ্যায়নও করো মনে প্রানে,
তাইতো তোমার কিছু হলে
দৌড়ে তারা আসে৷

করো আরও অনেক কাজই, সারাটা দিন ধরে!
সব গুছিয়ে ঘুমাও পরে
ওঠো সবার আগে !

আর পড়তে পারেন