শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আরও তিন দিন বাড়ল ট্রাফিক সপ্তাহ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

চলমান ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহ পালনের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ প্রক্রিয়াকে আরও বেগবান করতে ট্রাফিক সপ্তাহ ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

১১ আগস্ট, শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

গত ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। ‘ট্রাফিক আইন মেনে চলুন’, ‘ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’, ‘ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ ইত্যাদি স্লোগানে ঢাকাসহ সারা দেশে চলছে ট্রাফিক সপ্তাহ ২০১৮।

চলমান ট্রাফিক সপ্তাহে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। বাংলাদেশ রোভার স্কাউট ও গার্লস গাইড ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক সপ্তাহে কাজ করছে।

আর পড়তে পারেন