রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইপিআই বৃদ্ধি করার লক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের কর্মশালা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ”ইপিআই” বৃদ্ধি করার লক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ০-১৫ মাস বয়সী শিশুদের ১০টি মারাত্বক রোগ হাম, রুবেলা, পোলিও, ধনুষ্টংকার, যক্ষা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রতিরোধে টিকাদান বৃদ্ধি করার উদ্দেশ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। শিশুদের পাশাপাশি ১৫-৪৯ বয়সী নারীদের ৫ ডোজ টিটি টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন এইচ আই ইনচার্জ মিজানুর রহমান ও ইউপি সচিব মো: সহিদ উল্লাহ। ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, ঈমাম, পুরোহিত, সাংবাদিক প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন