শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়ামাহার স্কুটি পেলো কুমিল্লার লেডি বাইক ট্রেনার স্বপ্নীল সুলতানা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২১
news-image

 

ইসতিয়াক আহমেদ:

নারীদের স্কুটি প্রশিক্ষণের জন্য কুমিল্লা স্কুটার ট্রেইনিং সেন্টার ইয়ামাহা রাইডিং একাডেমির ট্রেইনার স্বপ্নীল সুলতানাকে একটি স্কুটি হস্তান্তর করা হয়।

গত ২৮ নভেম্বর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইকার্স গ্যালারী, কুমিল্লাতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, এ সি আই মটর্স লিমিটেড কুমিল্লা ইয়ামাহা রাইডিং একাডেমির প্রশিক্ষক স্বপ্নীলের হাতে স্কুটির চাবি হস্তান্তর করে।

অনুষ্ঠানে উপস্থিত মার্কেটিং অফিসার নাঈম হোসাইন বলেন, ইয়ামাহা সব সময়ই নারী উন্নয়ন এ অবদান রেখে আসছে,তারই ধারাবাহিকতায় মেয়েরা যেন স্কুটি/ বাইক শিখতে আরো সহজতর হয় এটাই আমাদের এই প্রচেষ্টা।

ট্রেইনার স্বপ্নীল বলেন, ইয়ামাহার মাধ্যমে তার স্বপ্নটা পূরণ হলো। এখন পর্যন্ত ২শ’র অধিক নারী স্কুটি প্রশিক্ষণ নিয়ে সেফটিভাবে চলাচল করছে নিজেদের প্রয়োজনে। তাছাড়া বর্তমানে এক হাজার মেয়ে স্কুটি প্রশিক্ষণের জন্য রেজিষ্ট্রেশন করেছে। নিরাপত্তা,অতিরিক্ত ভাড়া,ট্রাফিক জ্যাম, সময় অপচয় রোধে স্কুটির বিকল্প নাই।

আর পড়তে পারেন