বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে,অভিযোগে যাত্রী কল্যাণ সমিতি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

ঈদযাত্রায় সড়ক, নৌ ও আকাশপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

এতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কপথে হাতেগোনা কয়েকটি রুট ছাড়া প্রায় সবকটি রুটে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।

নৌপথে লঞ্চের কর্মচারীরা ডেকে তাদের চাদর বিছিয়ে রেখে ডেকশ্রেণীর যাত্রীদের কাছ থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। আবার টিকিটেও বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।

লঞ্চঘাট ও খেয়াঘাটগুলোতে নিয়োজিত ইজারাদাররা ঘাট ইজারার নামে, খেয়া পারাপারের নামে অতিরিক্ত টোল আদায়ের মহোৎসবে মেতে উঠেছে। সরকারের পক্ষ থেকে নানা ধরণের উদ্যোগ থাকার স্বত্ত্বেও যাত্রীরা এহেন নৈরাজ্যের শিকার হচ্ছেন।

সংগঠনটি আরও দাবি করে, রেলপথে বেশিরভাগ ট্রেনের শিডিউল লন্ডভন্ড থাকায় রেলপথের যাত্রীসাধারণ পরিবার-পরিজন নিয়ে স্টেশনে এসে অবর্নণীয় দুর্ভোগের শিকার হচ্ছে।

আকাশপথে কোনো কোনো রুটে ঈদযাত্রার টিকিট ৩ থেকে ৪ গুণ বাড়তি দামে কিনতে হচ্ছে। সড়ক, নৌ ও রেলপথে বিভিন্ন সংস্থার তৎপরতা থাকলেও আকাশপথে ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বা অন্য কোনো সংস্থার তৎপরতা দেখা যায়নি।

আর পড়তে পারেন