রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উচ্ছেদ হলো ইউপি সদস্যের অবৈধ স্থাপনা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর সদরের চাঁদখালী বাজার এলাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) বাজারের পশ্চিম এলাকায় ওয়াপদাখালের পাশে নির্মাণাধীন ওই ঘর ভেঙে ফেলা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম প্রায় ৪০ শতাংশ জমি দখল করে খামারের ঘর নির্মাণ করছিলেন। এতে ঘরের ভিটে ভরাটের সুবিধার্থে পাশে সরকারি মাটির রাস্তা কেটে ফেলা হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের নজরে আসে। পরে তার নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ওই ঘর অপসারণ করেন।

লাহারকান্দি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘পাউবোর জমিতে জহির মেম্বার খামারের জন্য ঘর নির্মাণ করেন। ঘটনাস্থল পরিদর্শন করে তাকে ঘরটি অপসারণ করতে বলা হয়। তিনি অপসারণ না করায়, উপজেলা প্রশাসনের নির্দেশে ঘরটি অপসারণ করা হয়েছে। কেটে ফেলা সরকারি রাস্তাটিও জহির মেম্বার নিজ দায়িত্বে মাটি দিয়ে ভরাট করে দিবেন।’

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, ‘সরকারি জমি দখল করে ঘর নির্মাণ শুরু হলে জেলা প্রশাসকের নির্দেশে ওই ঘর ভেঙে দখলমুক্ত করা হয়েছে।’

আর পড়তে পারেন