বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একবার আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া: ইতিহাস, মানবিকতা, রাজনৈতিক পরিহাস ও প্রতিদান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০২৬
news-image

ডা:বশির আহাম্মদঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আবেগ, রক্ত, আত্মত্যাগ ও বৈপরীত্যে ভরপুর। এই ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলো দলীয় সীমারেখা অতিক্রম করে মানবিকতা ও গণতন্ত্রের বৃহত্তর সত্যকে সামনে আনে। ১৯৮৮ সালের জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকার রাজপথে ঘটে যাওয়া একটি ঘটনা ঠিক তেমনই—যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা স্তব্ধ হয়ে গিয়েছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের সামনে। সেই দিন ইতিহাসের এক বিরল অধ্যায়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিছিলে।

১৯৮৮ সালের পটভূমি: স্বৈরাচারের কালো অধ্যায়ঃ
১৯৮০-এর দশক ছিল বাংলাদেশের জন্য এক দমবন্ধ করা সময়। রাষ্ট্রক্ষমতায় তখন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। সংবিধান, গণতন্ত্র, মতপ্রকাশ—সবকিছুই ছিল নিয়ন্ত্রিত। বিরোধী মত মানেই রাষ্ট্রীয় দমন-পীড়ন। এই বাস্তবতায় আওয়ামী লীগ, বিএনপি ও বাম দলগুলো ভিন্ন ভিন্ন জোটে বিভক্ত থাকলেও একটি জায়গায় তারা একমত ছিল—এরশাদ সরকারের পতন।

লালদীঘির রক্তাক্ত সকালঃ
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা-এর গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায় এরশাদ সরকারের পেটোয়া বাহিনী। সরকারি হিসাব ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অন্তত ২৪ জন নিহত হন। এই হত্যাকাণ্ড শুধু একটি দলের ওপর আঘাত ছিল না; এটি ছিল গণতান্ত্রিক আন্দোলনের বুকে বুলেট বসানোর নামান্তর।

এই ঘটনার সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। শোক রূপ নেয় ক্ষোভে, ক্ষোভ রূপ নেয় প্রতিরোধে।

২৬ জানুয়ারি: অপেক্ষা আর অনিশ্চয়তাঃ
লালদীঘির ঘটনার প্রতিবাদে ২৬ জানুয়ারি ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ডাক দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৮-দলীয় জোট। স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষা করছিলেন শেখ হাসিনার উপস্থিতির জন্য। কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতায় তিনি সেদিন উপস্থিত হতে পারেননি।

সময় গড়াচ্ছিল। রাজপথে জড়ো হওয়া হাজারো মানুষ দিশাহারা, কিন্তু ভেঙে পড়েনি। তারা অপেক্ষা করছিল নেতৃত্বের—কেবল একজন নেত্রীর নয়, বরং সাহসের প্রতীক কারও।

খালেদা জিয়ার আগমন: এক অভূতপূর্ব মুহূর্তঃ
এই অপেক্ষার সংবাদ পৌঁছে যায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কানে। তিনি তখন ৭-দলীয় জোটের প্রধান, আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেদিন রাজনৈতিক হিসাবের চেয়ে বড় হয়ে ওঠে একটি বিষয়—মানুষের মনোবল।

তিনি সিদ্ধান্ত নেন: রাজপথে যাবেন।
কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কোনো কৌশলগত হিসাব নয়—শুধু একটি স্পষ্ট বার্তা: স্বৈরাচারবিরোধী আন্দোলনে কেউ একা নয়।

ঢাকার সেই সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতি মুহূর্তেই দৃশ্যপট বদলে দেয়। আওয়ামী লীগ ও ৮-দলীয় জোটের নেতাকর্মীরা বিস্মিত, আবেগাপ্লুত, অনুপ্রাণিত। এবং তারপর ঘটে ইতিহাসের সেই বিরল দৃশ্য—বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন একটি মিছিলে, যা মূলত আওয়ামী লীগের আহ্বানে সংগঠিত হয়েছিল।

একই কাতারে প্রতিদ্বন্দ্বীরাঃ
সেদিন তাঁর পেছনে ছিলেন এমন অনেক নেতা, যারা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন—নাসিম, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু-সহ আরও অনেকে। রাজনৈতিক ইতিহাসের নির্মম পরিহাস হলো, আজ যাঁদের অনেকেই পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেদিন তাঁরা একই ব্যানারের নিচে, একই স্লোগানে রাজপথে নেমেছিলেন।

কেন এই ঘটনা অনন্যঃ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ নেই যেখানে একটি দলের প্রধান প্রতিপক্ষ অন্য দলের ডাকে আয়োজিত মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এটি ছিল ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে মানবিক ও নৈতিক অবস্থান নেওয়ার দৃষ্টান্ত।

এই কারণেই বলা যায়—এই জায়গায়ও খালেদা জিয়া ছিলেন অনন্য, অদ্বিতীয়া।

ইতিহাসের নিষ্ঠুর পরিহাসঃ
সময় বদলায়। ক্ষমতার পালাবদল হয়। যে আওয়ামী লীগের মিছিলে একদিন খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন, সেই বাংলাদেশ আওয়ামী লীগ-এর শাসনামলেই তিনি পরবর্তী সময়ে কারাবন্দি হন, অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়ে প্রশ্ন ওঠে, রাজনৈতিকভাবে কোণঠাসা হন।

এখানেই জন্ম নেয় এক গভীর মানবিক প্রশ্ন—
এ কেমন পুরস্কার?
স্বৈরাচারবিরোধী সংগ্রামে পাশে দাঁড়ানোর প্রতিদান কি এভাবেই দেওয়া হয়?

রাজনীতি প্রতিশোধপরায়ণ হতে পারে, কিন্তু ইতিহাস নিষ্ঠুর নয়। ইতিহাস মনে রাখে কে কোন সময় কোন পাশে দাঁড়িয়েছিল।

মানবিকতা বনাম দলীয় সংকীর্ণতাঃ
এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, রাজনীতির চূড়ান্ত উদ্দেশ্য ক্ষমতা নয়—মানুষ। যখন রাজনীতি এই সত্য ভুলে যায়, তখনই তা স্বৈরাচারে রূপ নেয়, নাম যাই হোক না কেন।

খালেদা জিয়ার সেই দিনের উপস্থিতি কোনো দলীয় জয় ছিল না; ছিল গণতন্ত্রের জয়। আর আজ সেই ইতিহাসকে অস্বীকার করা মানে নিজেদের রাজনৈতিক উত্তরাধিকারেরই অপমান।

উপসংহারঃ
১৯৮৮ সালের ২৬ জানুয়ারি কোনো সাধারণ দিন ছিল না। এটি ছিল সাহস, সহমর্মিতা ও রাজনৈতিক উদারতার দিন। সেদিন প্রমাণ হয়েছিল—রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে দাঁড়ানো সম্ভব।

বাংলাদেশের ইতিহাসে হয়তো এই ঘটনা আর কখনো ঘটেনি। কিন্তু যতদিন গণতন্ত্রের কথা বলা হবে, ততদিন এই অধ্যায় আমাদের প্রশ্ন করবে—
আমরা কি ইতিহাস থেকে শিখেছি, নাকি কেবল প্রতিশোধের চক্রে ঘুরপাক খাচ্ছি?

রেফারেন্স (তথ্যসূত্র)
মানিক, এম. এ. বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন (১৯৮২–১৯৯০), বাংলা একাডেমি।
আহমদ, এন. বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)।
দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলা (১৯৮৮ সালের জানুয়ারি সংখ্যাগুলো)।
রশীদ, হারুনুর। এরশাদ শাসনামল: রাজনীতি ও প্রতিরোধ, আগামী প্রকাশনী।
সাক্ষাৎকার ও স্মৃতিচারণ: ১৯৮০-এর দশকের বিরোধীদলীয় আন্দোলনের প্রত্যক্ষদর্শী নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন