শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

নানা অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

বুধবার প্রত্যুষে নগরীর নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কমকর্তারা।

পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন পুস্পস্তবক অর্পনের মাধ্যেমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এছাড়াও দিবসপি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উপসনালয়ে প্রার্থণার আয়োজন করা হয়।

আর পড়তে পারেন