বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশে ফেব্রুয়ারি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
news-image

শেখ সুরভী বীথিঃ
একুশ আমার মেহেদী
রাঙানো দু’হাত
একুশ আমার চলার আর্শীবাদ।

একুশ মানে
শত যুবক ভাইয়ের শহীদ দিবস
বাতাসে ভেসে আসা কষ্টের সুভাস।

একুশ মানে
এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হলো আমাদের দেশ
অঝর রক্তে রাঙানো বাংলার পরিবেশ
পদ্মা, মেঘনা, যমুনা আর শত নদীর ভীড়ে
ফুটে আছে ঐ একুশে ফেব্রুয়ারি।

জীবন নদীর  স্রোতে দুঃখ আর কষ্টেরা থাকে বাসা বেঁধে
অতৃপ্ত হৃদয়ের চাওয়া-পাওয়া সব আছে ঐ ফেব্রুয়ারিতে
জীবন চলার পথে হতে পারে উৎসাহ আর প্রেরণা
একুশ সেই সুখের মোহনা ।

আর পড়তে পারেন