সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: বিরক্তি 

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

যখন যেখানে যার সাথে যেটা হওয়ার কথা সেটা হবে,
এতো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
এখনো তো শেষ হয়নি শুরু হয়েছে সবে,
শেষ যেই হবে কবে?

কখন যে কে কখন কাকে কোথায় পাবে?
এই সব বিষয় নিয়ে কত মানুষ কতকিছু ভাবে,
এতে কি ভরে যায় কখনো কারো কোনো ক্ষতি কিংবা লাভে? না যায় না।
এতো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
জোর করে কি কেউ কখনো কাউকে কোথাও পাবে? না পাবে না।
তাই কেউ কাউকে কোথাও কোন বিষয় নিয়ে জোর করতে যাবে না।
জোর করে কখনো কোথাও কারো সাথে কোন কিছু হয় না।
আর যা হয়, তা সত্যি কার অর্থে কারো কোনকিছু বুঝার থাকে না,
এর সত‍্যতা কখনো কোথাও কেউ কোন রকম উপলব্দি করতে পারে না।
তাই সব ধর্মেই জোর করা মানা,
এটা নয় কারও অজানা।

এতো জামেলা এতো মাথা ব‍্যাথা এতো বিরক্তি কেন তবে?
এই মেদিনীর কোনো কিছুই অমর নয়, হবে একদিন না একদিন সব কিছুর মরণ,
কিন্তু ভিন্ন হবে এর ধরন।

এতে আবার এক জাতি আরেক জাতিকে করে থাকতে পারে অনুকরণ-অনুসরণ,
একে অপরকে করে নে বরণ।
প্রতিটি জাতির জীবন চলে, করে কিছু আহরণ,
তাদের নিজেদের নিজস্ব আছে সংবরণ।

তো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
সৃষ্টিকর্তা কাউকে রাখে না কোন অভাবে,
মনুষ‍্য জাতি সবসময় মিথ্যা বলে অভিযোগ করে স্বভাবে।
যদিওবা থাকে কেউ হালে নবাবের,
শেষ হবে না তবুও কারো কোনো অভাবের,
প্রকাশ করেই যাবে তার ভাবের।

সন্ধান করবে জিবন সুখের ক্ষতির বোঝা বহন করতেয়য হবে না,বহন করতে পারব বুঝা লাভের,
এতো জামেলা এতো মাথা ব‍্যাথা এতো বিরক্তি কেন তবে?

আর পড়তে পারেন