শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এক খিলি পানের মূল্য ৫ হাজার টাকা!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৭
news-image

 

এক খিলি পানের মূল্য ৫,০০০টাকা? এও সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করার জন্যই তো জনপ্রিয়তা হু হু করে বেড়েছে ৫০ বছরের পুরনো ভারতের মুম্বাইয়ের ঔরঙ্গাবাদের একটি পানের দোকান- তারা পান সেন্টার৷

এই দোকানে রয়েছে ৫১রকমের পান। তবে তার মধ্যেই একটি প্রকার পানের মূল্য খিলি প্রতি ৫,০০০টাকা৷ আর এই পানের নাম কোহিনুর পান, যা ইন্ডিয়া ভায়াগ্রা নামেই বহুল পরিচিত৷ এই পানের স্বাদ নিতেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অনেকে৷ মূলত, নবদম্পতিদের জন্যই এই বিশেষ পানটি প্রস্তুত করা হয়৷

বিশেষ বিশেষ উপকরণে তৈরি হয় এই পান৷ যার মধ্যে থাকে কস্তুরী(প্রতি কেজি মূল্য ৭০লক্ষ টাকা), কেশর (প্রতি কেজি মূল্য ৭০,০০০টাকা), গোলাপ (প্রতি কেজি মূল্য ৮০,০০০টাকা) অন্যতম৷ এছাড়াও থাকে বিশেষ ধরনের এক তরল সুগন্ধী যা শুধু মাত্র পাওয়া যায় পশ্চিমবঙ্গে৷ এর পাশাপাশি একটি গোপন উপকরণও থাকে এই পানে৷ এই উপকরণ এতটাই গোপন রাখা হয়েছে যে এই পানের দোকানের অন্যান্য কর্মীরাও জানে না তা আসলে কি! দোকানের মালিক মুহাম্মদ সিদ্দিকি এবং তাঁর মা শুধুমাত্র জানেন এই উপকরণটি৷

জানা যায়, এই পান আবিষ্কার করেন সিদ্দিকির মা৷ আর সেখান থেকেই সবটুকু শেখেন সিদ্দিকি৷ সিদ্দিকি জানান, নিজের বিয়ের আগে তিনি এই কোহিনুর পান বিক্রি করেননি৷ বিয়ের পর তাঁর মা তাঁকে এই পান খেতে দিয়ে বলেন, ভালো লাগলে তবেই বিক্রি শুরু করতে৷ আর তারপর থেকেই শুরু এই পান বিক্রির কাজ৷ এই পানের জন্য দোকানের সামনে নবদম্পতিরা লম্বা লাইন দিয়ে অপেক্ষা করেন বলেও জানান সিদ্দিকি৷

পানটির দাম একটু বেশিই বলে, আরেকটু কম মূল্যের একই ধরনের পানও রয়েছে সিদ্দিকির পানের দোকানে৷ দোকানের এক কর্মী জানান, ৩,০০০টাকার এই পান খাওয়ার পর তার রেশ থেকে যায় প্রায় তিন দিন৷ এছাড়াও, তারা পান সেন্টারে রয়েছে মহিলাদের জন্য বিশেষ একধরনের পান৷

সিদ্দিকির এই কোহিনুর পানের প্যাকেজিং-ও বেশ নজরকাড়া৷ একটি নকশা করা বাক্সের মধ্যে এই পান দেওয়া হয়, সঙ্গে এক বোতল আতর(তরল সুগন্ধী)৷ তারা পান শপ প্রতিদিন প্রায় ১০,০০০ পান বিক্রি করে যার মধ্যে রয়েছএ এই কোহিনুর পান৷

– সূত্র: নব ভারত।

আর পড়তে পারেন