শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক যুগ পর বরুড়া রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে গভর্নিং বডির নির্বাচন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৭
news-image

সাকিব আল হেলালঃ

এক যুগেরও বেশি সময় ধরে অাইনি জটিলতার কারনে  রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়নি । এডহক কমিটি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত  হলেও সরকারি  অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল খোশবাস ইউনিয়নের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি। প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থেকে শুরু করে বিদ্যালয় নতুন ভবনের ঘাটতি ছিল। বর্তমান প্রধান শিক্ষকের তদারকিতে বিদ্যালয়ের অনেক উন্নয়নের কাজ বেসরকারি ভাবে সম্পূর্ন হলেও, গভর্নিং বডির সদস্য ও সভাপতি না থাকায় সরকারি নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল দীর্ঘদিন। অপেক্ষার আহাজারি শেষে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে আগামী ২১ শে ডিসেম্বর ২০১৭ গভর্নিং বডির ম্যানেজিং কমিটির(সদস্য পদ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দফায় দফায় বৈঠক বসিয়ে প্রার্থীদের মধ্যে সিলেকশান করা সম্ভব হয়নি। অবশেষে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে খোশবাস ইউনিয়ন পরিষদের নবীপুর গ্রাম থেকে  আবদুল বাতেন বাকি, গোপালনগর গ্রাম থেকে মো: আবু মুছা মেম্বার, নজির আহমেদ সরকার, মোবারক হোসেন ভূঁইয়া, মাইজখার ইউনিয়নের কামারখলা গ্রাম থেকে মো: মানিক মেম্বার, পানিপাড়া গ্রাম থেকে সালাহ উদ্দিন (সেলিম)।

আর পড়তে পারেন