শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারো সাকিবকে চাইছে ঢাকা ডাইনামাইটস

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

ঢাকা ডাইনামাইটস আসন্ন বিপিএলের আগে সবার আগে ঘর গুছিয়ে নিয়েছে। পরিকল্পনা করে বিদেশী কোটায় ইতিমধ্যে বড় বড় তারকাদের নিজেদের করে নিয়েছে চ্যাম্পিয়নরা। বিপিএলের চতুর্থ আসরের পর পরেই নাকি দল সাজানোতে ব্যস্ত হয়ে পড়ে ফ্রেঞ্চাইজিটি। তিন বারের চ্যাম্পিয়নরা এবার শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মাদ আমির ও সুনীল নারিনদের দলে ভিড়িয়েছে। ফ্রেঞ্চাইজিটির প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নাকি দল সাজানোর কাজ শেষ করেছে ডাইনামাইটসরা।‘আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে সুনীল নারিনকে দলে নিয়েছি। শ্রীলঙ্কার আসেলা গুনারাত্না, রভম্যান পাওয়েল আছে ওয়েস্ট ইন্ডিজের, শেন ওয়াটসন একটা বড় নাম হিসেবে থাকছে। আমরা আসলে দল গুছিয়ে ফেলেছি এই বছরের ফেব্রুয়ারিতেই।’ এখনো আইকন ক্রিকেটারকের নিলাম হয় নি বিধায় গত বারের চ্যাম্পিয়ন্স অধিনায়ক সাকিব আল হাসানকে নিশ্চিত করতে পারছে না ডাইনামাইটসরা। তবে প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানালেন, সাকিবই ঢাকার প্রথম পছন্দ। ‘হ্যা, আশা করছি সাকিবকে দলে পাবো। আইকন প্লেয়ার হিসেবে সাকিব আমাদের প্রথম পছন্দ হিসেব থাকবে।’ এবারের বিপিএলে বিদেশী কোটায় ক্রিকেটার সংখ্যা চার জনের জায়গায় পাঁচ জন করার কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করছে ফ্রেঞ্চাইজি মালিকদের সিদ্ধান্তের উপর।

আর পড়তে পারেন