শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার চৌদ্দগ্রামে পৌর মেয়র মিজানুর রহমান করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর মেয়র  মিজানুর রহমান  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ জুন) পৌর মেয়র মিজানসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলায়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।

সোমবার নতুন আক্রান্তরা হচ্ছেন,  চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান (৪৮), রামরায় গ্রামের আমির হোসেন (৭০), একই গ্রামের মফিজুর রহমান (৫৫), চাঁন্দিশকরা গ্রামের নাজমুল (৩২), মুন্সীরহাট ইউনিয়নের মিজানুর রহমান সবুজ (৪৩), চিওড়া ইউনিয়নের ধোড়করার শরিফুল ইসলাম (২৯), কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইমাম উদ্দিন (৪৭), বুদ্দিনের ইমন (২৬), উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের মাহবুব (৪৯), ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে রিয়াদ (২৫), কাশিনগর ইউনিয়নের অলিপুরের বশির (২৫), আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবু সাঈদ (৩১) ও কুলাসারের মুসা (৫২)। চৌদ্দগ্রাম জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন।  গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৫৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৪১০ জনের রিপোর্ট পাওয়া গেছে। ৪৭ জন পজেটিভ রোগীর মধ্যে ২ জন সুস্থ্য হয়েছেন। আর ৪৫ জনই হোম আইসোলেশনে আছে। হোম কোয়ারেন্টাইনে আছে ৩৭ জন, তারা সবাই প্রবাসী।

 

আর পড়তে পারেন