রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির ছেলে পদ পেলেন দেবিদ্বার ছাত্রলীগের কমিটিতে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে  সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুলতানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ করিমের ছেলে  মো: সাব্বির আহমেদ । এ নিয়ে তীব্র সমালোচনা চলছে উপজেলাজুড়ে।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  দেবিদ্বার পেওল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

যখন আ’লীগের ঘরে শুদ্ধি অভিযান চলছে, তখন বিএনপি নেতার ছেলে উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া নিয়ে চলছে নানা সমালোচনা।

এছাড়া দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে।

এদিকে  সবাইকে অবাক করে দিয়ে প্রবাস ফেরত নুর মোহাম্মদ রনি হলেন কুমিল্লার দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহ্বায়ক। এত বছর পর দেশে ফিরে কিভাবে পৌর ছাত্রলীগের আহ্বায়ক পদ পেয়ে গেলেন রনি, এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে চারদিকে।

অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, প্রবাস ফেরত, অচেনা লোক দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাইফুল ইসলাম রুবেল জানান, যারা ত্যাগি, তাদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি। আর কমিটিতে স্থান পাওয়া কারোর বিরুদ্ধে কোন নিদির্ষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে তাদের বাদ দেওয়া হবে।

উল্লেখ্য যে, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে আসাদুর রহমান রনিকে, পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে নুর মোহাম্মদ রনিকে। চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মাহফুজুর রহমান (টিপু)কে এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে কাজী ইমদাদুল ইসলাম জয়কে। আহ্বায়ক কমিটিগুলো ৩ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

 

আর পড়তে পারেন