শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: দেয়াল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২১
news-image

আরফিন আহমেদ তুহিন :
প্রচন্ড জ্বর নিয়ে যেদিন তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম,
কপালে হাত ছুঁইয়ে বলেছিলে, “জ্বর নিয়ে কেন এলে?”
আমি সেদিন দীর্ঘশ্বাস ফেলে নিষ্পলক চেয়েছিলাম।

শেষ বার যখন আকুতি নিয়ে বলেছিলে, “একটিবার আঙুল ছুঁয়ে দেখি?”
আমি কিছুই বলতে পারি নি,
আর তুমিও আর সাহস করোনি।

আমরা জানতাম আমাদের কখনো সংসার হবার নয়,
তবুও নিঃশব্দে ভালোবেসে গিয়েছি দু’জনই।
তোমার রক্তবর্ণ চোখ বলেছে ভালোবাসি
আমি দেখেও না দেখার অভিনয় করেছি।

একটিবার দেখার আশায় ছুটে এসেছো এ পাড়ায়।
আমিও প্রতীক্ষায় থাকতাম
কিন্তু বুঝতে দেই নি।

আমরা জানতাম আমাদের কখনো এক হবার নয়।
তোমার দীর্ঘশ্বাস,
আমার নীরব প্রতীক্ষা,
সবই একদিন বৃথা যাবে।
তবুও তুমি আমি কোন এক সূত্রে বাঁধা ছিলাম।

যেদিন শেষ বারের মত আমরা দু’জন দু’জনকে ছেড়ে গেলাম,
তুমি জানতে চেয়েছিলে, “কখনো কি ভালোবাসোনি?”
আমি মৃদু স্বরে বলেছিলাম,
“কি হবে সেসব জেনে?”
আমরা দু’জন আলাদা পথের পথিক!

তোমার থেকে যেদিন চিরতরে দূরে যাচ্ছিলাম আমি
চলতে গিয়ে অচল হয়ে যাচ্ছিলো আমার পা,
তবুও ফিরে দেখিনি,
দারিদ্র্যতা নামক দেয়াল আমাকে ফিরতে দেয়নি।

সেদিনো তোমাকে জানানো হয়নি ভালো আমিও বেসেছি,
শুধু কখনো বলা হয় নি।

লেখক:

আরফিন আহমেদ তুহিন
কুমিল্লা সরকারি কলেজ
(দ্বাদশ শ্রেণি, মানবিক বিভাগ)

আর পড়তে পারেন