সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: ফিরে আসবো শরৎ দিনে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৩
news-image

জহিরুল ইসলাম:

আমি আবার ও ফিরে আসবো স্বপ্নের নদী বেয়ে;
এই নগরীতে যখন আসবে অতিথি হয়ে শরৎ কাল,
সফেদ মেঘের ভেলায় চড়ে নেমে আসবো এই ঘাসের বুকে;
দেখবো মুগ্ধ হয়ে এই নগরীর অমল আলোয় মাখা সকাল।

আমি বারবার ফিরে আসবো এই শহরের সুনীল আকাশে,
যেখানে সবুজ ঘাসের উপর ছায়া হয় মেঘপুঞ্জ বয়ে চলে বাতাসে।
দেখতে ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো পাখির নীলের গভীরে হারিয়ে যাওয়া দৃশ্যপট,
আমি ফিরে আসবো কথা দিলাম হয়তো স্বপ্নলোকে মানুষের নিকট।

আমি ফিরে আসবো ময়ূরকণ্ঠী নীল পটভূমিতে অভ্রের মতো মেঘের ভেসে যাওয়া;
একটুকরো ছবি তুলে রেখো দিবো স্মৃতির আঁতুরঘরে স্বযত্নে বুকের ভেতর,
যেখানে গাছে ফোটে শিউলি ফুল বিলে ফোটে পদ্ম আর পাখির কলতানে;
নগরীর চারদিকের পরিবেশ থাকে গানে গানে কোলাহল মুখর।

আমি ফিরে আসবো ঠিক বর্ষার পরে যখন থাকবে না আর দুর্বিষহ প্লাবন,
আমি ফিরে আসবো চৈত্রের শেষে অথবা যখন হবে এই শহরে শরতের আগমন।
আমি ফিরে আসবো অতিথি পাখির বেশে এই নগরীতে যখন নদীর তীরে বসবে কাশফুলের হাট,
তীব্র তাপদাহে পুড়ে যাওয়া শরীর ভিজিয়ে নিবো শীতল জলে কাটবো সাঁতার হুটহাট।

লেখক:

জহিরুল ইসলাম
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা, কোটবাড়ি।
অনার্স চতুর্থ বর্ষ‌‌‌ অষ্টম সেমিস্টার।

আর পড়তে পারেন