শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা- বন্ধুত্ব

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

মো: নাসির হোসেন ঃ
আশাহীন হয়ে বিষাদকে ছুয়ে
ক্ষসে পড়েছিল তাঁরা
আকাশের বুকে লুকানো রং পেন্সিল
ছবি আঁকে কালি ছাড়া।

কার্নিশে আমার বিরুদ্ধে নালিশ
পায়ের তলানিতে সর্ষে ফুল
দ্বিধা -দ্বন্ধে ফেলে আসা দিন
সবুজ পাতার ফিকে হওয়া ভুল।

তখনি চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখা দৃশ্যের মতো
ছুটে এলি তোরা।
সাথে সাথে হলুদ পাতা হলো সবুজ
নিঃসঙ্গ শালিক পেল সঙ্গী।

স্মৃতির বুদবুদ থেকে
রংধনু ছড়ালো বর্ণমালা
যার ঘ্রাণ অবিকল বেলীফুলের মতো
দুই দেহে এক আত্মা এই বন্ধুত্ব।

বন্ধুত্ব চিরনবীন, পলে পলে
দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায়,
ক্ষয় পায়না।

যখন আকাশ দোলের আবীর মেখেছিল
তখনি মন পূনঃস্বপ্ন এঁকেছিল।
তাই আজ উচ্চস্বরে বলি,
” জয় বন্ধুত্বের জয়
ক্ষয় ব্যর্থতার ক্ষয়।”

আর পড়তে পারেন