রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: বাঁচতে চাই আমি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২০, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

হ‍্যাঁ এটাই আমি
আমার হৃদয়ের অস্থির মন‍
কী এক অজানার পানে ছুটে চলে সারাক্ষণ ;
জানতে আমি নয় অক্ষম,
যেকোনো বিষয়ে জানতে আমি সক্ষম;
বিভিন্ন বিষয়ে জানতে ভালো লাগে নানান সময় নানান রকম।

হ‍্যাঁ এটাই আমি
হতে চাই প্রিয়তমার আদর্শ স্বামী।
হয়ে থাকতে চাই তোমার অন্তরযামী;
এজন্য হয়নি কখনো কারো সমকামী;
যাতে হতে পারি তোমার কাছে দামি।
আমি এমন কোন লোক নই যে বেনামি,
আমিও সবার ন‍্যায় হতে চাই সম্মানি।
ইউসুফ-জুলেখা, শিরি-ফরহাদ,লায়লা-মজনু; দেবদাস-পার্বতী,রোমিও-জুলিয়েটের,মতো রচিত হবে না হয়তো আমাদের ভালোবাসা আর প্রেম কাহিনী;
তবুও বলব ভালোবাসি তোমায়,ওদের চেয়ে বেশি অনেকখানি ।
এটা শুধু হয়তো আমি নিজেই জানি;
তুমি হয় তো নিতে পারবে না এটা মানি;
এই হৃদয় টা কেমন জানি করে,তোমায় দেখার জন‍্য একটুখানি।
যদি হয় জীবনের অপর নাম পানি
তুমি হয়তো জান না আমার অপর নাম তুমি।
পাহাড়-পর্বত, নদী-নালা, খাল-বিল,সমুদ্র, মহাসাগর,সাগর, উপসাগর, প্রকৃতির বিরূপ আবহাওয়া সত‍্য-মিথ্যা,ভালোবাসা-ঘৃণা,হিংসা- বিদ্বেষ, ন‍্যায়-অন‍্যায় কাউকেই তোমাকে কঠিন হাতে দমন করতে দেব না যতদিন থাকবে আমার এই ভূমি।

হ‍্যাঁ এটাই আমি
সত‍্যবাদী ,ভদ্র আর নম্র।
ভালোবাসতে ভালোবাসি আর নিজের মতো নই,
ইসলামের পরম শান্তির বাণীর মতো করতে ভালো লাগে কর্ম;
হ‍্যাঁ আমার একটাই ধর্ম
সেটা হচ্ছে ইসলাম ধর্ম।
যে গবেষণা আর বিশ্লেষণপ্রবণ হয়ে জেনেছে , সে ই বুঝে এর সঠিক মর্ম;
এটা নই ক্ষার কিংবা অম্ল..
এটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা:) এর ওপর নাজিল হওয়া মানবজাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন,যার ওপর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম;
যদি এই বিষয়ে না জানে তবে এটার মর্ম বুঝবে না কোনো ব্রাহ্ম;
চিরস্থায়ী হবে না কোন কিছুই হোক না সেটা মহাবিশ্বের ভিতরে বাইরের অসীম ক্ষমতা, অত্যন্ত প্রিয়, অমায়িক, সুদর্শন, সুন্দরী, সৌন্দর্যে অতুলনীয় সর্বগুণে গুণান্বিত কোনো কিছু কিংবা সাম‍্য।

হ‍্যাঁ এটাই আমি
মাথাটা একটু গরম।
একা থাকলে সবার সামনে লাগে শরম;
মনটা খুবই নরম,
সৃষ্টিকর্তার কাছে পাপ কাজের জন্য সারাক্ষণ ক্ষমা চাই পরম।
পছন্দ করি না রক্তারক্তি চাই না হোক কারো রক্তক্ষরণ;
কখনো এটা হতে পারে না মুমিন মানুষের ধরন।
এটা যেন থাকে আমার হৃদয়ে স্মরণ।
সারাবিশ্বে ছড়িয়ে যাক ইসলামের শান্তির বাণী পরম;
আমার এই একটাই যেন উদ্দেশ্য হয় আমরণ।

আর পড়তে পারেন