শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মন খারাপ যায় চলে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০২৩
news-image

লেখক: রেজাউল করিম(সাকিব)

কোলাহল মুক্ত পরিবেশে
জীবনের সব খারাপ লাগা
কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে
চারদিকের সাজ আপনাকে ভালোলাগাবে
কোনো এক মন খারাপের রাতে বা দিনে
সবুজ পাতা, বাতাস, আলো, ফুল
আকাশে সাদা কিংবা কালো মেঘ

উড়ন্ত পাখির কলতানে
চারদিক যেন ব্যস্ত ভালোলাগাতে
মন খারাপটা যায় চলে

রাত হলে
চাঁদের আলোয় আকাশে তারার মেলা
কালো গাছের পাতা
কোনো শব্দ না করে উড়ে জোনাক পোকা
সেই শব্দহীন হলুদ আলো
হৃদয় ভালোলাগায় নিরবে
হারিয়ে যায় ছোট খাটো দুঃখ
গায়ে লাগে চাঁদের আলো।

আর পড়তে পারেন