শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশের ছড়া

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৯
news-image

তহুর হোসেনঃ

একুশ আমার মায়ের ভাষা
জীবন দিয়ে কেনা,
এ ভাষাতেই চিত্তে আঁখি
রঙ্গিন স্বপ্নের আলপনা।

একুশ আমার গর্ব রে ভাই
একুশ আমার অহংকার,
অনেক দামের মুল্যে পাওয়া
মায়ের গলার সোনার হার।

একুশ আমার বিশ্বের বিস্ময়
এক মহান ইতিহাস,
মায়ের ভাষা রক্ষা করিতে
জীবনের অদম্য অভিলাষ।

একুশ আমার বিধবার আর্তনাদ
বুকফাটা বিলাপের সুর,
ফুটফুটে কচি মেয়ে হৃদিমার বাবা ডাক
মনে বাজে অতি সুমধুর।

একুশ আমার লোকগীতি ভাটিয়ালী
লালন শাহের গান,
সহজ সরল সুর লহরী
জুড়ায় আমার প্রাণ।

একুশ আমার ভাষার ময়না পাখি,
আপন মনের মাধুরী মিশায়ে,
সারা দিনমান সারাবেলা শুধু
করে যায় ডাকা ডাকি।

একুশ আমার পাখি ডাকা ভোর
সোনালী সকাল কৃষকের বীজতলা,
সেথায় সেদিন বপন হয়েছিল
স্বপ্নিল স্বাধীনতা ।

– তহুর হোসেন, নাঙ্গল কোট
কুমিল্লা।

আর পড়তে পারেন