সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মৃত্যুর অবসান 💔

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০২৩
news-image

মাইসারা সুলতানা মৈত্রী:

বাতাসে পোড়ার গন্ধ।
মাটিতে লাশের স্পর্শ।
আছে কি মৃত্যু অবসানধারী
যে জন চলে যায়,
ফিরে কি তারে পাই,
কৃষ্ণ- দ্বাদশীর জোছনা যখন মরিয়া,
নদীর ওপারে,
ফিরে কি পাবে তারে!,
বেহুলা ও এদিকে গাঙুরের জলে ভেলা নিয়ে ভাসে,
মৃত্যুজয়ের গতিবেগে।
যে জন চলে যায়
ফিরে কি তারে পাই।
মৃত্যু এত গর্বিত হইচ না,
অথচ কেউ একজন বলেছিল! আমায়,
মৃত্যুপুরীতে যেতে চাও
যাও, যাও তুমি তমসাকে স্বাগতম জানাও।
বেচারা মৃত্যুর এত অহংকার!
পারলে পরাস্ত করে দেখা তো,
কীর্তিমান দের নাম ঠিকানাকে।
বেচারা মৃত্যু পারবে না কাউকে মারতে।
যখন মৃত্যু তোর নিজের অবসান হবে তখন,
মৃত্যুর এত অহংকার কিসের?
শান্তি, অশান্তি বিশ্রামের খেলা,
তা তো তোর এই বৈ প্রতিরূপ এছাড়া কিছুই নয়।
যারা চলে গেছে তারা তো তোর সাথেই পড়ে থাকে।
অস্থিতগুলো ঠিক রেখে শুধু আত্মাগুলোকে মুক্তি দেয়,
মৃত্যুর এত অহংকার কিসের।
মৃত্যু তুই তো,
নাম মাএ দৈব শক্তি।
রাজা উন্মত্ত জনের ক্রীতদাস।
তোর এত প্রতিচ্ছবি কিসের।
পারবি কি তুই,
সবকিছু সর্বশান্ত করে,
যুম কে নিরযুম করে দিতে?
আফিম এর জাদুটোনা এনে দিতে পারে অজস্র যুম।
মৃত্যু তুই তো তার থেকেও অধম!
মৃত্যু তোর এত অহংকার কিসের?
মুহূর্তকালের যুম শেষে ও
জেগে থাকবে সবাই অন্তকাল এ।
মৃত্যু ও বেঁচে রইবি না, একদিন।
তোর ও অবসান ঘটবে।

 

 

আর পড়তে পারেন