শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: যারা জাগে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১০, ২০২২
news-image

 

রেজাউল করিম(সাকিব):

বাতাসে আযানের সুর ছড়ালো
আকাশে তারা আরও চাঁদের আলো
ভোরের আলোয় এক নতুন বাতাস এলো
এই রূপে মুসলিম মসজিদে এলো

নামাজের পরে পাখিরা গান গায়
সূর্য্য উঠে এ ধরায়
স্রষ্টার সেজদায়, সৃষ্টির রূপের মুগ্ধতায়
প্রশান্তির হাওয়া বয়ে যায় মুসলিমের হৃদয়
পাখিরা আল্লাহ গান গায়
সূর্য্য আল্লাহ বিধান সাজায়
সবুজ গাছেরা উঠে জেগে
হরেক রঙের ফুল ফুটায়
শিশির ঘাসের পাতায় পাতায়

নৈঃশব্দ্য এই পরিবেশে
মোরগের ডাক আসে কানে
মুয়াজ্জিনের আযানের সুরে
যারা জাগে
তারাই এই রূপের মুগ্ধতায় সাজে

আর পড়তে পারেন