সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: জীবন বড় কল্পনাময়

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

জিবন বড় কল্পনাময়,
জিবনকে স্বপ্নের মতো মনে হয়।
জিবন আসে চলে যায়,
তারই মাঝে সবকিছুকে রাখতে চাই ভালোবাসায়।

এই পৃথিবীর সবকিছু জীবিত থেকে ও মৃত,
যখন ঘুমিয়ে থাকে সবাই শায়িত।
ঘুম থেকে ওঠে দেখে এত দিন তারা ছিল পৃথিবীতে সম্মোহিত
কেউ বৃত আবার কেউ আতঙ্কিত আবার কেউ সঙ্কিত আবার কেউ নিন্দিত অবিনীত।

আল্লাহর কাছে যারা করেনি মাথানথ,আজই তারা সন্থস্ত্র,নিক্রিষ্ট।
হয়েছে আজ তারা পথ ব্রষ্ট,
নৈতিক পথহীন মাথা নষ্ট।

কিছু করার তো সঠিক উপায় খোঁজে পাই না,হবে কিভাবে ভূ- শ্রেষ্ঠ ?
নিয়োজিত রয়েছে যত অনৈইসলামিক কাজে ন‍্যস্ত।
কিভাবে আশা করতে পারে তারা,পাবে বেহেশ্ত।
তারা তাদের মনকে করে ফেলেছে কলুষিত।

এ অনান্দনিক অপকাজ দেখে হয় আবার কেউ বিমোহিত উচ্ছসিত
আসলে এ বর্জিত কাজ দেখে হওয়ার কথা ছিল লজ্জিত,
আরো বলে যে যাই হোক তা তো সব নয়কি তার অর্জিত?
আরো বলে আমাদের মনে হয় তারা হয়তো এ অর্জনে ঈর্ষান্বিত,
তাই হয় তো এতো বেশি রাগান্বিত।

তাদের ইচ্ছে হয়তো আমরা তাদের পায়ের নিচে থাকি সব সময় শায়িত।
আসলেই যে কিছু ই চাই না তারা এ সবই অভিযোগ আমাদের কে বিভ্রান্ত করার জন‍্য করেছে আনিত,
অভিযোগ দিচ্ছে করতে চাচ্ছি বঞ্চিত,
আসলেই এসব কইটি অভিযোগই হচ্ছে ভ্রান্ত।
এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে বলে মনে হয় না কারো তোমাদের অন্তত।

না জানা কেহ নেই, ঋতু রাজ যেমন বসন্ত।
ঠিক তেমনি সবাই জানে ইসলামের শিক্ষায়, শিক্ষার নেই কোন অন্ত‍।
ইসলামের সেবাই সবাই কে হতে হবে দুরন্ত,
দিগ থেকে দিগান্তরে ইসলামের বাণী, ইসলামের সেবা, পৌঁছায় নি যথক্ষণ পর্যন্ত,
এর আগে হওয়া যাবে না ক্লান্ত।

লেখক: শিক্ষার্থী,
ইয়াছিন আরাফাত
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আর পড়তে পারেন