মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: শহিদের প্রতি শ্রদ্ধা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২৪
news-image

মিথিলা হক তুলি:

উনিশশো বায়ানো সালের ২১’শে ফেব্রুয়ারি
বাঙালির জন্য ছিল কাল
আমার ভাইয়ের বুকের তাজা রক্তে সেদিন
সবুজ প্রান্তর হয়েছিল লাল।

যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে
বাংলা ভাষার তরে,
ওরা অমর, ওরা মিশে আছে বাংলার
আকাশ-বাতাস জুড়ে।

উর্দু নয়, বাংলা চাই মোদের মাতৃভাষা
এটাই ছিল বীর বাঙালির বুক ভরা আশা,
এই দাবিতে চটে গেলো পাক
হিটলারের পাশা
বাঙালির বুকে বুলেট ছুড়ে মিটালো তাদের রক্তের নেশা।

শত্রুমুক্ত করেছে দেশকে ভালোবেসে
বুকের তাজা রক্ত দিয়ে করেছ দেশ স্বাধীন
আজ মাতৃভাষা বাংলা পেয়েছি আমরা
তোমরা এনে দিয়েছ এমন বিজয়ের সুদিন।

আর পড়তে পারেন