শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: হঠাৎ দেখা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২২, ২০২১
news-image

মিসবাহ জাভেদ :
আরে! তুমি?
পাশেই বাসা।
লোকাল বাসে?
যাওয়া আসা।

ঐ গাড়িটা?
বাবার কেনা।
বাবা তবে?
সে-ই অচেনা।
বাবার বাড়ি?
ত্যাগ করেছি।

এখন বুঝি..?
জব ধরেছি।
আন্টি কেমন?
মনে পড়ে।
কোথায় এখন?
পরপারে।
বড় ভাইয়া?
শত্রু এখন।
বলছোটা কী!
ভাগ্য লিখন।
চলছে কীসে?
টেনে টুনে।
বেঁচে আছো?
সময় গুণে।

আমায় বুঝি..?
ভুলেই গেছি।
বন্ধু ছিলাম।
দুধের মাছি।
আমি কিন্তু…
মিথ্যে সবই।
তোমায় নিয়ে…
শখের কবি!

সেদিন আমি…
আবার ধোকা?
কী যে বলি!!
ভাবছো বোকা?
এসেছিলে?
বারো ঘন্টা।

ফিরলে রাতে?
ভেঙে মনটা।
মা বকেনি?
যাইনি ফিরে।
কোথায় গেলে?
অন্ধকারে।
এখন বুঝি..!
অতল তলে।
ছিঃ ছিঃ তুমি..!?
সবাই বলে।
ফোন করোনি…?
বন্ধ ছিল।

বাসায় যেতে?
পথেই হলো?
কী হলো গো?
সব খোয়ালাম।
জানি নাতো!
ঘর হারালাম।
তাই বলে কী?
পথ ছিল না।

ক্ষমা দিও!
সত্যি কিনা?
মিথ্যা হলে?
তাও দেবো।
হাতটা ধরো!
ভাবছো নেবো?
আমি তবে…?
পর হয়েছো।
কবে থেকে?
যেদিন গেছো।

আর পড়তে পারেন