শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীর পিতা-মাযহারুল ইসলাম অনিক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০১৮
news-image

একটি পাখি হঠাৎ এসে বলছে নানান কথা,
দেশের থেকে দূর হয়েছে সকল দুঃখ ব্যথা।
সেই পাখিটি গুনগুনিয়ে গাইছে কতো গান,
গুলি থেকে বাঁচছে নাকি হাজার হাজার প্রাণ।
মুক্ত মনে এখন নাকি চলতে সবাই পারে,
স্বাধীনতার ঘোষক যিনি সালাম জানাই তারে।
সেই পাখিটি হঠাৎ করে ফেলছে দেখি জল,
কান্না কাটি বন্ধ করে কি হয়েছে বল?
ভোর বেলাতে ঘোষক বাড়ি আসছে যেন কারা,
গুলির ঘায়ে শরীরগুলো করছে জারাজারা।
জীবন নিলো পিতা নিলো নিলো তারা সব,
শরীর ঘেমে রক্তগুলো  করছে যে ধবধব।
তাইতো আমি অমন কেঁদে আবার এলাম ফিরে,
মুখের কথা চুপটি করে আছিস কেন কিরে?
আর্তনাদে বুকটি আমার শুধু ফেটে যায়,
অমন পিতা আর কি বলো কিভু ফিরে পায়?
জড়ো হাতে করছি দোয়া শত্রু পাবে সাজা,
গদির পরে বসে ওরা হোক না যতোই রাজা।

আর পড়তে পারেন