বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় প্রাণ গেল বিশ্ববরেণ্য সমাজ বিজ্ঞানী কুমিল্লার সন্তান প্রফেসর ড. রউফের

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা কাজী বাড়ির কৃতি সন্তান প্রফেসর ড: কাজী আবদুর রউফ (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন) ।

কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন।

প্রফেসর ড: আবদুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে প্রিসটন বিশ্ববিদ্যালয়, নোবেল বিশ্ববিদ্যালয়, ক‍্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন।

তিনি জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক হিসাবে বিশ্বের ১২০টি দেশ ভ্রমণ করেন। বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন‍্য নিজের প্রাপ্ত অর্থ থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিলে দান করেছেন।

দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প‍্রত‍্যয়ে আজীবন কাজ করে গেছেন বলে, পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই বিশিষ্ট লেখক জুলফিকার নিউটন দোয়া চেয়েছেন।

আর পড়তে পারেন