শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে এইচএসসিতে জিপিএ-৫ হ্রাস পেয়েছে, পাসের হার ৯২.৫৯ শতাংশ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৮
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

বৃহস্পতিবার  বাংলাদেশের ন্যায় কাতারেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। কাতারে একমাত্র বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজে এবার ২০১৮ সালে এইচএসসি পাসের হার ৯২.৫৯ শতাংশ।

মোট পরীক্ষার্থী ৫৪ জন থাকলেও মোট পাস করেছে ৫০ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ২জন। গত বছর মোট পরীক্ষার্থী ৭৪ জনের মধ্যে জিপিএ প্রাপ্ত সংখা ছিল ১৪ জন। কিন্তু এবার জিপিএ প্রাপ্ত দুইজন হওয়াতে উদ্বেগ প্রকাশ করেছে এম.এইচ.এম স্কুল এন্ড কলেজে এর সহকারী প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আজাদ।

বাংলাদেশের তুলনায় কাতারে গড় পাসের হার ৯২.৫৯ শতাংশ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত আসুদ আহমদ, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আনোয়ার খুরশেদ (অবঃ) ও প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন।

আর পড়তে পারেন