শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে জিয়া পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০২৩
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে জিয়া পরিষদের ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন শাহ্‌জাহান সাজু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল আলম খাঁন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (রেজু)

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোহায় সালিমার ইস্তাম্বুল হল রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সকল স্তরের নেতা কর্মীরা উৎসবমুখর পরিবেশে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। এছাড়া সকল সদস্য পদ কাতার বিএনপির সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি শাহ্‌জাহান সাজু। সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রেজু)র সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন কাতার বিএনপির সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্বা সিরজুল ইসলাম মোল্লা, তাজুল ইসলাম, মুকবুল হোসেন মোল্লা, ইকবাল হোসেন রনি সহ অনেকে।

জিয়া পরিষদ কাতার এর কার্যকরী কমিটির তালিকাঃ

উপদেষ্টাঃ ১) মোঃ ইয়াছিন মিয়া ২) প্রকৌশলী মোসাদ্দেক হোসেন ৩) মোঃ মোতাহার হোসেন।

সভাপতিঃ শাহ্‌জাহান সাজু, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদকঃ সিরাজুল আলম খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাবেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রেজু), সহসাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন জিয়া, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ সৈকত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আহমেদ, প্রচার সম্পাদক সাঈদ ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, আপ্যায়ন সম্পাদক নাজিম উদ্দিন।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে বিএনপি সে নির্বাচনে যাবে না। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যাতে করে নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে পারে।

আর পড়তে পারেন