মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে আইনি সচেতনতা সেমিনার করেছে বাংলাদেশ ফোরাম

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০২১
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় শেরাটন হোটেলে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফোরাম কাতার। এতে কাতারে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি কাতারের ব্যবসা ও বাণিজ্য আইন মেনে চলার আহবান জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

একইসাথে কাতারে সাম্প্রতিক সময়ে কার্যকর হওয়া ট্যাক্স আইনের ব্যাপারে সবাইকে সচেতন ও যত্নশীল হওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীদের এই সংগঠন। এতে সোশ্যাল মার্কেটিংয়ের উপর প্রশিক্ষণমূলক উপস্থাপনা তুলে ধরেন আব্দুল্লাহ মুরাদ।

কাতারের বাণিজ্য আইন সম্পর্কে উপস্থাপনা করেন ব্যরিস্টার শেহজাদুল হক, কাতারের ট্যাক্স আইন সম্পর্কে উপস্থাপনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. আলমগীর।

বাংলাদেশ ফোরাম কাতারের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইফতেখার আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহেদ আহমদ, সাকিব আহমদ, আজিজ খান, ইরফান আহমদ, হোসাইন মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে কাতারে বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিতিদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আর পড়তে পারেন