বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২১
news-image

বিনোদন ডেস্কঃ

জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিলেন দীর্ঘদিন। অবশেষে আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় সেই লড়াইয়ের অবসান হল। প্রয়াত হলেন ভারতীয় সিনেমার আইকনিক অভিনেতা দিলীপ কুমার। বয়স হয়েছিল ৯৮ বছর। পিভি হিন্দুজা হাসপাতালের চিকিৎসক ডাঃ জলিল পারকার সকাল ৮টায় ঘোষণা করেন দিলীপ কুমারের মৃত্যু সংবাদ। দিলীপ কুমার রেখে গেলেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানুকে। যিনি গত রাত্রেই জানিয়েছিলেন, কিংবদন্তি অভিনেতা ভালো আছেন এবং তাকে নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়। মুম্বাই এর প্রাক্তন সেরিফ দিলীপ কুমার ট্রাজেডি কিং বলেও পরিচিত ছিলেন।

অবিভক্ত পাকিস্তানের কুশা খামানিতে তিনি আয়েশা বেগম এর গর্ভে এবং গুলাম সারবারের ঔরসে জন্ম নেন।তার নাম ছিল ইউসুফ খান। পারিবারিক ফলের ব্যবসা সামলাতে তিনি মুম্বাই আসেন। কিন্তু, ব্যবসা নয়, তার নজর ছিল বলিউড এর দিকে। ১৯৪৭ সালে তিনি জুগনু ছবিতে আত্মপ্রকাশ করলেও রাজকাপুর নার্গিস এর সঙ্গে ১৯৪৯ সালে আন্দাজ ছবিটি তাঁকে সারভারতীয় পরিচিতি দেয়। ৮টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে- খেতাব জেতার জন্যে তার নাম ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ। তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে অমর হয়ে আছে- দেবদাস, মুঘল ই আজম, রাম অউর শ্যাম, আন্দাজ, নয়া দৌড়, মধুমতি, বিধাতা, মশাল প্রভৃতি ছবিগুলি। বয়স তার পলিমাটি ফেলেছিলো তার শরীরে। কিন্তু, তবু তিনি ছিলেন। ভারতীয় সিনেমা কার্যত পিতৃহীন হল।

 

আর পড়তে পারেন