শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে আইটি সোসাইটির ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

শাহাদাত বিপ্লব, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইটি সোসাইটি’র আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় আইকিউএসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং আইটি সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, আইটি সোসাইটির উপদেষ্টা শরীফুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আইটি সোসাইটির সভাপতি সাইয়্যেদ মাখদুম উল্লাহ এবং সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের অনলাইন ক্যারিয়ার নিয়ে বিস্তারিত ধারণা দেন ‘শিখবে সবাই’র সহ-প্রতিষ্ঠাতা রাইয়ান সাফওয়ান ও রাইসুল মাহমুদ।

আর পড়তে পারেন