বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা শব্দটি আমার বাবার সমার্থক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০১৯
news-image

শেখ মুসলিমা মুনঃ
স্বাধীনতা আছে। আমাদের বাবা নেই !

সূর্যের মতো আমাদের বাবা নেই!

আমাদের অহংকার আছে! আমাদের আনন্দ নেই!

আমাদের গৌরব আছে। আমাদের সুখ নেই!

আমাদের উচ্ছাস নেই! আমাদের উজ্জ্বলতা নেই।

আমাদের নিরাপত্তা নেই! আমাদের সম্পদ নেই!

দেবীর মতো আমার মায়ের চোখে প্রেমের কাজল নেই,

স্নেহের ছায়া নেই, নির্ভরতার আকাশ নেই!

ভালোবাসার জল নেই!

দূঃশ্চিন্তায় ক্লান্ত অবয়বে প্রতিজ্ঞা আছে! প্রশান্তি নেই!

আমাদের শৈশব নেই, শৈশবের খুনসুঁটি নেই!

আমাদের কৈশোর নেই! কৈশোরের দূরন্তপনা নেই!

আমাদের স্বপ্ন আছে। আমাদের যুদ্ধ আছে, স্বাধীনতা নেই!

আমাদের যৌবন আছে… আগুন নেই!

নেই..নেই…নেই!

এই না থাকা’র মানেই আমার যুদ্ধ!
এই না থাকা’র মানেই আমার একাত্তর!

এই না থাকার মানেই আমার স্বাধীনতা !

স্বাধীনতা শব্দটি আজ আমার শহীদ বাবার সমার্থক !

 

লেখক ঃ

শেখ মুসলিমা মুন

উপসচিব-সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়;

বাংলাদেশ সচিবালয়; ঢাকা।

(তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ শেখ আব্দুস সালামের কন্যা)

আর পড়তে পারেন