শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: পদ্মের সরোবর

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২১
news-image

এ কে সরকার শাওন:

শোন হে শ্রীমান নওজোয়ান
সংসপ্তক বঙ্গের সন্তান!
কু দিয়ে শুরু সুশব্দাবলী
কুলীন মানে বংশীয় ধীমান!

কু দিয়ে শুরু জেলার গুরু
কুমিল্লার অর্থ পদ্মের সরোবর!
বঙ্গের সুন্দরী রাজকুমারী
উর্বর সমতটের বর!

কুশল মানে ভালো,
কুসুম মানে ফুল!
রমনীয় রং কুমকুম
কু দিয়ে শুরু সবই কু;
কথাটি নির্ভেজাল ভুল!

কু দিয়ে শুরু কুঁড়ি কলি
কলি থেকেই ফুল হয়!
কু-তে কূপি আলোকবর্তিকা
জগতের আঁধার তাড়ায়!

কুন্দদন্ত মানে সুদন্তী
কুন্তল মানে চুল!
রমনীয় রং কুমকুম
কু দিয়ে শুরু বিলকুল!

কুচ, কুঁচ, কুর্নিশ, কুলজ্ঞ
সবই কুলজ শব্দাবলী!
কুরঙ্গ, কুমুদ, সরস শব্দ
বাহ কি শব্দশৈলী!

কুদ্দ্দাল, কুড়াল, কুয়া, কুলা
কু দিয়ে শব্দের বাহার!
কুড়া, কুটির , কুঠি, কুমড়া
বিমূর্ত ছবি বাংলার!

কুহু কূজন কোকিলের ডাক
কুহক কুলপি কু দিয়ে!
কুমারী গোমতীর কুলকুলে
জগ্লু কুপোকাত নেয়ে!

কবিতাঃ পদ্মের সরোবর
কাব্যগ্রান্থঃ বাঁশীওয়ালা
এ কে সরকার শাওন ।

আর পড়তে পারেন