রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসােসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মামুন ও সম্পাদক আরিফুল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২৪
news-image

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৫ শে জানুয়ারি) বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন মজুমদার ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রহমান (পরিসংখ্যান ১২ তম আবর্তন),জহিরুল ইসলাম পারভেজ (মার্কেটিং ১২ তম আবর্তন), ইকবাল হোসাইন (আইন ১২ তম আবর্তন), আকরাম হোসাইন (এআইএস ১২ তম আবর্তন), জয়নাল আবেদীন জিহাদ (ফার্মেসী ১২ তম আবর্তন), নুরুন্নবী (এমসিজে ১২ তম আবর্তন), আসিফ এয়াকুব (নৃবিজ্ঞান ১২ তম আবর্তন), হাবিবুর রহমান (অর্থনীতি ১৩ তম আবর্তন)।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়াজ আল মাসুম (আইসিটি ১৩ তম আবর্তন), ফারহানা সুলতানা (অর্থনীতি ১৩ তম আবর্তন), ইসরাত জাহান তানহা (অর্থনীতি ১৩ তম আবর্তন), শায়লা রহমান চৈতী (নৃবিজ্ঞান ১৩ তম আবর্তন), মেহেদী হাসান শরীফ (ম্যানেজমেন্ট ১৪ তম আবর্তন), উম্মে সায়মা উষা (ম্যানেজমেন্ট ১৩ তম আবর্তন), মোঃ নাহিদুল ইসলাম আকাশ (মার্কেটিং ১৩ তম আবর্তন)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রুপম দাস, রিফাত হোসেন, রিমন মাহমুদ, রুবায়েত শারমিন, আব্দুর রহমান, কামরুজ্জামান, মরিয়ম মজুমদার, শাহাদাৎ তানভীর রাফি, মাহমুদ সাকিব, ইমরান হোসাইন, রাহাত ভুইঁয়া, মাহমুদ জুবায়ের, সালাউদ্দিন পাটোয়ারি।

অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহিম ফারসি, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন জামিম , উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতাউল মাহমুদ শাওন , প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এনায়েত হোসেন , উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদ আহমেদ রিফাত, ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আফসার আহমেদ বিশাল।

ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন তানজুম আক্তার খাদিজা, আনিকা তাবাস্সুম সাদিয়া, সুমাইয়া চৌধুরী, রাবেয়া আক্তার, জান্নাতুল ফেরদাউস মিমি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন তাইয়্যেব তোহা।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন শিহাব সজিব, আদনান, সাবের হোসেন, জেরিন সুলতানা স্মৃতি,মাহমুদা সুলতানা আবরার।

সংগঠনটির উপদেষ্টা হিসাবে আছেন কুমিল্লা বিশ্বিবিদ্যালয়ে কর্মরত চৌদ্দগ্রামের সকল শিক্ষক এবৎ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ ব্যাচের চৌদ্দগ্রামের সকল শিক্ষার্থী আজীবন সদস্য হিসেবে রাখা হয়েছে।

আগামী এক বছর এ কমিটি তাদের দায়িত্ব পালন করবে।

আর পড়তে পারেন