মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৭, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধ’ুর উদ্যোগে ‘বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে এ কর্মসূচীর উদ্ধোধন করা হয়।


‘বন্ধু’র সভাপতি আইনুন নিশাত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো: কামাল উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল আল-আমীন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী এবং ‘বন্ধুর সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সবুজ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো: কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘যে কোন সময় মানুষের রক্তের প্রয়োজন হতে পারে। এ জন্য সবারই রক্তের গ্রুপ জানা জরুরী।’ এ সময় ‘বন্ধু’র সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধ’ু ২০১৫ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করে।

আর পড়তে পারেন