শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাজুড়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ২৭ সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ২৭ সদস্য আটক এবং চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

র‌্যাব জানায়, গতকাল কুমিল্লার সদর, বুড়িচং, বরুড়া, দেবীদ্বার, লাকসাম, মুরাদনগর, বি-পাড়ায় অভিযান পরিচালনা করে ২৭ জন পরিবহন চাঁদাবাজ চক্রের স্বক্রিয় সদস্যকে ৩২৫টি টাকা আদায়ের রশিদ ও নগদ ৮৫ হাজার ১৫০ টাকাসহ আটক করে।

আটককৃত আসামীরা হলোঃ তোফাজ্জল হোসেন (৩২), কাজি মোঃ আল মামুন(২৮), মোঃ টিপু সুলতান(২৮), আসাদুল(২২), মোঃ মবিন(২১), মোঃ মফিজুল ইসলাম(২৮), মোঃ ইব্রাহিম খলিল(২৫), মোঃ আরমান(১৯), মোঃ ইব্রাহিম হোসেন(৩০), মোঃ শহিদুল হোসেন@সাদ্দাম হোসেন(২৭), শাহজাহান(৪৪), মোঃ সোহেল হোসেন(৩২), মোঃ মহিন উদ্দিন(৩২), আবুল কালাম আজাদ(৩২), মোঃ সবুজ(১৯), মোঃ রাকিব হোসেন(২৩), মোঃ মুমুনুর রশিদ(৩২), মোঃ ওহিদ মিয়া(৫০), মোঃ রুবেল(৩২), মোঃ জালাল হোসেন(৩১), মোঃ নূর উদ্দিন(৩২), মোঃ শফিকুল ইসলাম @রুবেল(২৫), মোঃ জাহিদ(২৬), মোঃ মোস্তফা(৩২), মোঃ শরীফ(৩১), মোঃ ফারুক(২৮), মোঃ শাহ আলম(২৬)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আসামীরা চাঁদা আদায়সহ অন্যান্য অভিযোগের দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন