বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার উত্তরে “হ্যালো যুবলীগ” এর উদ্যোগে অসহায়দের ঘরে ঘরে খাবার যাচ্ছে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

করোনার মহামারিতে লকডাউন চলাকালে কর্মহীন অসহায় মানুষদের সাহায্য করার জন্য কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে  “হ্যালো যুবলীগ” গঠন করা হয়। যারা অসহায়দের ফোন পেয়ে ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছে। কুমিল্লা উত্তর জেলার উপজেলাগুলোতে যুবলীগের এ কর্মসূচী চলছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে হ্যালো যুবলীগ গঠন করা হয়।

সোমবার তিতাস উপজেলার ইউসুফপুর গ্রামে অসহায়দের ফোন পেয়ে অসহায় ২০ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দেন যুবলীগের নেতাকর্মীরা।  খাবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি মুড়ি, ১ কেজি মসুরির ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল প্যাকেটে থাকে।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুব আহ্বায়ক সাইফুল আলম মুরাদ , তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু জানান, শুধুমাত্র তিতাসেই আমরা ২ শত পরিবারের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দিয়েছি। এছাড়া উত্তর জেলার প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। অসহায়-নি:স্ব পরিবারের পাশে রয়েছি আমরা হ্যালো যুবলীগ।

 

আর পড়তে পারেন