শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার কোটবাড়িতে গ্যাসলাইন ফেটে আগুন, ১০ দোকান ভস্মীভূত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাসড়কের পাশে কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে হঠাৎ একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়স্ত্রণে আনে। ততক্ষণে মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ  বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কের দুপাশে প্রায় তিন থেকে চার কিলোমিটার যানজট তৈরি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আর পড়তে পারেন