বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০২২
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে চান্দিনায় স্থায়ী ঠিকানা পেলেন ৪৫ পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন পরিবারের মাঝে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্যক্রমের অংশ হিসেবে চান্দিনায় ১৩টি গৃহহীন পরিবার খুঁজে পেলেন আপন ঠিকানা।

চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহপ্রদান পরিবারের মাঝে গৃহপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

আর পড়তে পারেন