মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় ৩১০ বোতল বিদেশী মদসহ ২ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ৩১০ বোতল বিদেশী মদসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ২২৯ বোতল হুইসকি ও ৮১ বোতল ভদকা উদ্ধার করা হয় করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের কনেশতলা (ধনপুর) গ্রামের জালাল মিয়ার ছেলে শিশু মিয়া (৩০) এবং কনেশতলা (কৃষ্ণনগর) গ্রামের মোঃ আঃ হালিমের ছেলে মোঃ নাঈম (১৯)। অভিযানে

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও ভদকা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতরে একপাশে নষ্ট এসি ও যন্ত্রাংশ রেখে এর আড়ালে কাভার্ড ভ্যানের ভিতরে করে মাদক পরিবহন করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর পড়তে পারেন