মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনা থেকে আশ্রয়দাতার শিশু সন্তান ছিনতাই করে প্রেমিকের সন্ধান !

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

প্রেমিক ফারুকের সন্ধান করতে করতে প্রেমিকা হাজির হয়েছিল কুমিল্লার চান্দিনা উপজেলায়। প্রেমিকা সাবিনা ফারুকের বাড়িতে গেলেও দেখা মেলেনি না ফারুকের, পরিবারের লোকজনও তাকে তাড়িয়ে দেয় । এতে প্রেমিকা সাবিনা আশ্রয় নেয় ফারুকের এক প্রতিবেশীর বাড়িতে। ২ দিন ঘুরাঘুরি করেও প্রেমিক ফারুকের দেখা না পেয়ে আশ্রয় দেয়া প্রতিবেশীর ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায় প্রেমিকা সাবিনা। পালিয়ে যাওয়ার আগে শর্ত দিয়ে যান প্রেমিক ফারুককে সাথে করে নিয়ে যেতে হবে সাবিনার বাড়ি বরিশালে। তাহলেই ফেরত পাবে শিশুটিকে।

পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ করার পরই রাতভর চান্দিনা থানা পুলিশ ও কুমিল্লা ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। বিভিন্ন সোর্স প্রয়োগ করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১০ মাসের ছোট্ট শিশুটিকে মাওয়া ঘাট থেকে উদ্ধার করে কুমিল্লা পুলিশ।

সেই সাথে প্রেমিকের সাথে প্রেমিকারও সাক্ষাত হয়ে যায়। তবে সেই সাক্ষাৎ দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পায়নি প্রেমিকা সাবিনা। শিশু চুরির অপরাধে কারাগারেই হচ্ছে হতাশাগ্রস্ত প্রেমিকা সাবিনার পরবর্তী স্থান।

আর পড়তে পারেন