সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাসে বাজারের ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে ভুট্টাখেতের পাশে ফেলে যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর গ্রামের দক্ষিণ চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কুমেক মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের দক্ষিণ চকের পাড়া সংলগ্ন ভুট্টাখেতের পাশে কৃষিজমির সেচ প্রকল্পের শুকনো ড্রেনে বাজারের ব্যাগের মধ্যে একটি নবজাতক দেখতে পায় স্থানীয়রা। তখন পুলিশকে খবর দিলে শুক্রবার সন্ধ্যায় নবজাতকের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

স্থানীয় অনেকের ধারনা, নবজাতকটি কোন ক্লিনিক বা হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে। কেউ হয়তো তার অপকর্ম ঢাকতে নবজাতকটিকে এখানে ফেলে যায়।

তিতাস থানার এসআই ইমরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করেছি। নবজাতকটি ছেলে। এক বা দুই দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কুমেকে পাঠানো হয়েছে। পরীক্ষার পর লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে আবেদন করা হয়েছে।

আর পড়তে পারেন