শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে উন্নয়ন প্রকল্পের নাম ফলক ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে রাতের আঁধারে উন্নয়ন প্রকল্পের নামে স্থাপনকৃত সড়কের নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দুলপুর-গয়েশপুর সড়ক হইতে ধনগাজী সরকার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই সড়কের নাম ফলকে এঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১নং সুন্দুলপুর মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দুলপুর-গয়েশপুর সড়ক হতে ধনগাজী সরকার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই এর কাজ শুক্রবার শেষ হয় । ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি- ৩ প্রকল্পের মাধ্যমে এ কাজে ব্যয় হয় ৩ লাখ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদ কাজটি ২০২০-২১অর্থ বছরে বাস্তবায়ন করে। কাজ শুরুর সময় রাস্তার পাশে স্থাপনকৃত ভিত্তিপ্রস্তরের নাম ফলকটি শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে কে বা কারা ভেঙে ফেলে।

পথচারীদের মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ওই প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলো বেগম। তিনি বলেন, রাতে কে বা কারা ভিত্তিপ্রস্তরের ওই নাম ফলক গুড়িয়ে দেয়। পথচারীর মাধ্যমে রাতে খবর পাই। তাৎক্ষণিক চেয়ারম্যান ও এলাকার লোকজনকে বিষয়টি জানিয়েছি।

চেয়ারম্যান মাসুদ আলম বলেন, উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে কেউ এই কাজটি করতে পারে। যারাই করেছে এটি খুবই নিন্দনীয় কাজ।

আর পড়তে পারেন