শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে তীব্র গরমে এবার বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে তীব্র গরমে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এবার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে পাঠ দানের সময় এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার (১২) তীব্র তাপ প্রবাহে অসুস্থ হয়ে মারা যায়।

স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া বলেন, প্রতি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা থাকলেও স্কুল চলাকালীন বিদ্যুতের লোডশেডিং এবং তীব্র তাপপ্রবাহের কারণে আজ এসব ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা এখন আশঙ্কামুক্ত।

আর পড়তে পারেন