রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে আদালতের নির্দেশে দাফনের ৩৫ দিন পর মরদেহ উত্তোলন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিজ্ঞ আমলি আদালত-৪ এর নির্দেশে ১ মাস ৫ দিন পর দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের নিহত মুহিনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।

রবিবার দুপুর সোয়া ১২ টায় কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের উপস্থিতে এ লাশ উত্তোলন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মো. আবদুস সালামসহ পুলিশের একটি টিম।

গত ১৮ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে একই ইউনিয়নের মরিচা গ্রামের আবুল হাশেম মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে রিয়া মনি(১৮)’র সাথে প্রেমের সম্পর্কের জের ধরে রিয়ার দুই ভাই মেহেদি ও জামাল মুহিনকে তাদের বাড়ির পাশে শারিরিক নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন মুহিনের পরিবার। পরে ২৯ জুলাই মুহিনের বড় বোন আয়শা আক্তার বাদি হয়ে কুমিল্লা আদালতে রিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করা হয়।

তথ্য সূত্র- সাংবাদিক শাহিন আলম।

আর পড়তে পারেন