শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার প্রাপ্তি, বিপিএলে সেরা কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ইনজুরি থেকে ফিরে এভিন লুইসের জ্বলে ওঠাকে দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস। ১৩ জানুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে ছিটকে যান এই ক্যারিবিয়ান। খেলতে পারেননি শেষ চারটি ম্যাচ।

ইনজুরি থেকে ফিরে এভিন লুইসের জ্বলে ওঠাকে দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস। ১৩ জানুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে ছিটকে যান এই ক্যারিবিয়ান। খেলতে পারেননি শেষ চারটি ম্যাচ।

ইনজুরি কাটিয়ে গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার হয়ে মাঠে নেমেই দেখা পান সেঞ্চুরির। তার ব্যাটে ভর করে খুলনার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে কুমিল্লা। ৪৯ বলে অপরাজিত ১০৯ রানে তার ছয়ের মার ছিল ১০টি। চারের মার ৫টি। স্ট্রাইক রেট ২২২ দশমিক ৪৪। তার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন খুলনার বোলাররা।

তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নামা লুইস একে একে ৫ সতীর্থের ফেরার দৃশ্য দেখেছেন। এর মধ্যেই তিনি ব্যাট হাতে উইকেটে দাঁড়িয়ে থাকেন চীনের প্রাচীরের মতো। বিপিএলে চট্টগ্রামে এটি তৃতীয় সেঞ্চুরি। ক’দিন আগে জোড়া সেঞ্চুরি করেন রংপুর রাইডার্সের হেইলস ও রুশো। স্বদেশি ব্যাটিং দানব ক্রিস গেইলের পর লুইসই একমাত্র ব্যাটসম্যান যিনি বিপিএলে একাধিক সেঞ্চুরির মালিক।

লুইসের সেঞ্চুরিটি বিপিএলের ১৬তম এবং নিজের দ্বিতীয়। এর আগে ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে ঢাকা ডাইনামাইটসের বিরুদ্ধে একই মাঠে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন লুইস। বিপিএলের ইতিহাসে এর বাইরে একাধিক সেঞ্চুরি আছে শুধু গেইলসের। সব ক’টি আসর মিলিয়ে তার সেঞ্চুরি ৫টি। ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সামনে অবধারিতভাবেই আসে এভিন লুইসের কীর্তির প্রসঙ্গটি।

জবাবে ইমরুল বলেন, ‘লুইস ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে। এই ইনিংসটা টিমের জন্য যেমন দরকার ছিল, তার কনফিডেন্সের জন্যও প্রয়োজন ছিল। অনেকদিন ধরে তিনি তার মতো ব্যাটিং করতে পারছিলেন না। তিনি ফর্মে এসেছেন তা দলের জন্য বেটার হয়েছে। তার এই ধারাবাহিকতা থাকলে সামনের ম্যাচগুলো জেতা আমাদের জন্য সহজ হবে।’

‘আগে তার হ্যামস্ট্রিং ইনজুরি ছিল। আজকে গ্রোয়েনে ব্যথা পেয়েছেন। তবে তিনি ম্যানেজ করে নিয়েছেন। একটা সময় ব্যাটসম্যান যখন রানে চলে আসে, তখন ইনজুরিটা আর মাথায় রাখে না। যতই কষ্ট হোক খেলতে থাকে’, বলেন ইমরুল।

আর পড়তে পারেন